স্পোর্টস ডেস্ক: চলতি বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আমিরাতে নিয়ে গেছে ২০ ওভারের ক্রিকেটের এই আসরকে। এবার সেই বিশ্বকাপের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে আইসিসি। বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ আছে আগের মতোই, ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর ফাইনাল হবে। তবে কিছু ম্যাচের দিন-তারিখ অদলবদল হয়েছে। যেমন আগের সূচিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল ৯ অক্টোবরে, সেটি এখন হবে ১০ অক্টোবর। আসরে মূলত কোনো ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিই ঠিক করেছে আইসিসি। বিশ্বকাপের ২৩টি ম্যাচ হবে দুবাই ও শারজা, এই দুই শহরে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ও রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
আগামী ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। ২০ অক্টোবর দুবাইয়ে ফাইনাল। ১৭ ও ১৮ অক্টোবর দুবাই ও শারজায় সেমিফাইনাল। তবে অন্যান্য বিশ্বকাপের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচেও ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করে রেখেছে আইসিসি। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন বা রানার্সআপ যেটি হয়েই ভারত সেমিফাইনালে উঠুক না কেন দলটি শেষ চারের ম্যাচটি খেলবে দুবাইয়ে ১৭ অক্টোবর।
কারা কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।