টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই ঝলক দেখাচ্ছে নামিবিয়া। প্রথম রাউন্ডের দুই ম্যাচে জয়ের পর সুপার টুয়েলভের প্রথম ম্যাচেও প্রতিপক্ষকে হারের তিক্ততা উপহার দিয়েছে তারা। বুধবার (২৭ অক্টোবর) স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নামিবিয়া। স্কটিশদের দেওয়া ১১০ রানের টার্গেট ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়েছে এরাসমাসের নেতৃত্বাধীন দলটি।
এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ড মিলিয়ে নামিবিয়ার এটি তৃতীয় জয়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর অন্য দুই ম্যাচে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারায় তারা।
আবু ধাবির শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১০৯ রানের জবাবে খেলতে নেমে জেজে স্মিতের ৩২, গ্রেইগ উইলিয়ামসের ২৩, মাইকেল ভ্যানের ১৮ ও ডেভিড উইজের ১৬ রানে ভর করে জয়ের বন্দরে নোঙর করে নামিবিয়া। স্কটল্যান্ডের হয়ে ১২ রান খরচায় ২টি উইকেট নেন মাইকেল লিয়াস্ক। একটি করে উইকেট নেন ব্রাডলি, শরিফ, ক্রিস ও ওয়াট।
এর আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চার বলেই ৩ উইকেট হারায় স্কটিশরা। পেসার রোবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জর্জ মুনসে। তৃতীয় বলে আউট হন কলাম ম্যাকলিওড। আর চতুর্থ বলে এলবিডব্লিউ হন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বিরিংটন। এরপর একে একে ৮টি উইকেট হারায় স্কটিশরা।
খাতাকলমে গ্রুপ-‘২’ এর সবচেয়ে দুর্বল দুই দল স্কটল্যান্ড-নামিবিয়া। তবে দল দুটির অতীত পরিসংখ্যান থেকে বলা যায়, এই ম্যাচেও চোখ না রেখে উপায় ছিল না। মাঠের লড়াইয়ে দুর্দান্ত বোলিংয়ে সেটিই প্রমাণ করলেন আফ্রিকার দেশটির বোলাররা। বাংলাদেশকে হারিয়ে দিয়ে চমকের শুরু, তারপর একে একে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল স্কটল্যান্ড। তবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে বলতে গেলে উড়ে যায় স্কটিশরা। ১৩০ রানের বড় ব্যবধানে হেরেছে কাইল কোয়েটজারের দল। এবার নামিবিয়ার বিপক্ষেও বিধ্বস্ত স্কটল্যান্ডকেই দেখা গেল।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় নামিবিয়াকে। গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গুঁড়িয়ে গিয়েছিল এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দেশটির। তবে এরপর কেবলই সফলতার গল্প তাদের। দ্বিতীয় লড়াইয়ে নেদারল্যান্ডকে হারানোর পর গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী আয়ারল্যান্ডকে বিদায় করে সুপার টুয়েলভ নিশ্চিত করে তারা।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে এসেও অনেকটাই নির্ভার নামিবিয়ার খেলোয়াড়রা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তারা অনুশীলন বাদ দিয়ে ঘুরে বেড়িয়েছেন পছন্দের জায়গাগুলোতে।