1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 7, 2024, 2:22 am

বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়েই ঘুমালেন মেসি!

  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২১, ২০২২
  • 208 বার পঠিত

আলোক ঝলমলে দেড় যুগের ক্যারিয়ারে লিওনেল মেসির একমাত্র অপূর্ণতা ছিল ফিফা বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে সেই অপ্রাপ্তিও ঘুচে গেছে। রবিবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট পরে আর্জেন্টিনা। সেই সঙ্গে মেসিও উঁচিয়ে ধরেন পরম আকাঙ্ক্ষিত ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ট্রফিটি।

পুরস্কার বিতরণী মঞ্চে মেসি যেভাবে বিশ্বকাপের ট্রফিতে চুমুর পর চুমু বসাচ্ছিলেন, তাতেই বোঝা গিয়েছিল দেশের জার্সিতে এই শিরোপা জেতার জন্য চাতক পাখির মতো কতটা তৃষ্ণার্ত ছিলেন তিনি। মাঠের বাইরেও মেসি নিজের সেই প্রতীক্ষার ছাপ রাখলেন। যে শিরোপার জন্য মেসির এত পরিশ্রম, জেতার পর সেই ট্রফিটির সঙ্গ ছাড়তে চাইছেন না মেসি। এমনকি বিশ্বকাপের সোনালি ট্রফিটি এখন আর্জেন্টিনা অধিনায়কের শয্যাসঙ্গীও বটে।

এক বিশ্বকাপ ট্রফির স্বপ্নে বহু রাত বিনিদ্রায় কাটিয়েছেন। ২০১৪ সালে একবার সুযোগ এসেছিল এই শিরোপার স্পর্শ পাওয়ার। কিন্তু আট বছর আগে জার্মান যান্ত্রিকতার যাঁতাকলে ক্ষুদে জাদুকরের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। মারাকানার সেই হতাশার রজনী টানা অনেকদিন মেসির রাতের ঘুমে দুঃস্বপ্ন হিসেবে হাজির হয়ে যেত। এক বিশ্বকাপের জন্য নিজের জীবনের সব অর্জনকে বিসর্জন দিতেও রাজি ছিলেন এই আর্জেন্টাইন।

অবশেষে কাতারে এসে সেই মেসির আজন্ম লালিত সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। মরুর বুকে অবশেষে ধরা দিয়েছে অধরা বিশ্বকাপটা। শিরোপা উদযাপনের পালা শেষ করে মঙ্গলবার দেশেও ফিরেছে আর্জেন্টিনা দল। তবুও থামেনি শিরোপা উদযাপন, ৩৬ বছরের অপেক্ষার আবারও বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠা আর্জেন্টাইনদের রাজকীয় অভ্যর্থনায় ফুটবলাররা কাটিয়েছেন আরও কিছু সময়। অবশেষে দেশে ফিরে শিরোপা উদযাপন শেষে হোটেলে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ পান মেসি।

ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচে যাওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও যেন এখনও মেসির সেই ঘোর কাটেনি। হাতের মুঠোয় থাকা বিশ্বকাপ ট্রফিটি মেসি ছাড়তেই নারাজ। হোটেলে ফেরার পরেও বিছানায় মেসি সেটিকে রেখেছেন নিজের পাশে। একসময়ে যে বিশ্বকাপ ট্রফি না পাওয়ায় মেসির নির্ঘুম রাত কাটতো, এখন সেই বিশ্বকাপ ট্রফিই মেসির ঘুমের সঙ্গী। আর সেই সোনালি ট্রফিকে নিয়ে মেসির ঘুম কেমন হয়েছে, সেটি বোধকরি না বলে দিলেও চলছে।

৩৬ সেন্টিমিটার উচ্চতার বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুমাতে যাওয়া, ঘুম ভেঙে আবারও ট্রফির সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এবং ট্রফি নিয়ে আয়েশি ভঙ্গিতে কফিতে মুখ দেওয়া- তিন ছবিতেই নিজের পুরো অনুভূতি বর্ণনা করেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে স্প্যানিশ ভাষায় ক্যাপশনে লিখেছেন, সুপ্রভাত। সেই ছবিতে লাইক, মন্তব্য আর শেয়ারের সমারোহ চলছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park