1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 16, 2024, 2:44 am
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের!

  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১
  • 263 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের। বহুল কাঙ্ক্ষিত একটি জয়ের দ্বারপ্রান্তে এসেও জয়বঞ্চিত থাকতে হলো টাইগারদের। সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। উইন্ডিজের দেওয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানে থামে টাইগারদের ইনিংস। ফলে ৩ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের জবাব দিতে নেমে ওপেনিংয়ে চমক দেয় বাংলাদেশ। নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান। কিন্তু শুরুটা ভালো হয়নি তার। ব্যক্তিগত ৯ রানে আন্দ্রে রাসেলের বলে হোল্ডারকে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব।

লিটনের বাজে ফর্মের কারণে এই ম্যাচে ইনিংস শুরু করেন তিনি। সাকিব ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন লিটন দাস। সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে টেনে নিতে থাকেন দলকে। তবে ইতিবাচক খেলতে তাকা সৌম্য ফিরে যান ১৭ রান করে। সৌম্য ফিরলেও অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন লিটন। তবে এদিন ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মুশফিক। তার ব্যাট থেকে আসে ৮ রান। রামপালের বলে অযাচিত শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি।

শেষদিকে রান তোলার চাপ নিতে পারেননি লিটন দাস। বড় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরে যান তিনি। ব্রাভোর বলে আউট হয়ে ফিরে যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৪ রান। এরপর দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি টাইগার কাপ্তান।

ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় টাইগার ব্যাটসম্যানরা। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। তবে রাসেলের ইয়র্কারে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানেই থেমে যেতে হয় বাংলাদেশকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, রবি রামপালরা ১টি করে উইকেট নেন।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় শিবিরে শুরুতে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। এভিন লুইসকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন কাটার মাস্টার। এরপর ক্রিস গেইলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মেহেদী হাসান। ব্যক্তিগত ৪ রানে মেহেদীর শিকার হন গেইল। মেহেদী শিমরন হ্যাটমায়ারকেও সৌম্য সরকারের ক্যাচ বানান। ফেরার আগে শিমরন করেন মাত্র ৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝামাঝি সময়ে ক্যারিবীয় শিবিরকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ৬৪ রান তুলে উইন্ডিজ। কেইরন পোলার্ড রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলে আন্দ্রে রাসেলকে রান আউট করেন তাসকিন আহমেদ। পোলার্ড ৮ ও রাসেল শূন্য রানে ফিরে যান সাজঘরে।

ওয়েস্ট ইন্ডিজ সেই চাপ সামলে উঠে নিকোলাস পুরান ও রোস্টন চেজের ব্যাটে ভর করে। দু‌’জন মিলে গড়ে তুলেন ৫৭ রানের জুটি। এ সময় শরিফুল ইসলামের বলে আউট হন হার্ডহিটার ব্যাটার নিকোলাস পুরান। পরের বলে শরিফুল ফিরিয়ে দেন রোস্টন চেজকেও। চেজকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশ তরুণ পেসার। ফেরার আগে নিকোলাস ২২ বলে এক চার ও ৪ ছয়ে করেন ৪০ রান। চেজ করেন ৩৯ রান। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ রানে ভর করে ১৪২ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় দুই উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park