মোশাররফ হোসেন : করোনার বিষে জর্জরিত বিশ্ব । নিরাময়ে টিকা দেয়া শুরু হয়েছে ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধীরে ধীরে আশার আলো দেখছে । করোনার বিষে বিদায় বিশ, ২০২১সাল বয়ে আনুক নতুন জীবন । মানুষকে জীবনের জয়গান গেয়ে এগিয়ে যেতে হবে ।
এ পর্যন্ত বিশ্বে ১৮ লক্ষ ৪ হাজার মানুষ করোনায় মারা গেছে । আক্রান্ত হয়েছে ৮ কোটি৩০ লক্ষাধিক ।গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ৫০ হাজার , যুক্তরাষ্ট্রে ৩৫০০ ব্রাজিলে ১১০০ মানুষ মারা গেছে ।নতুন প্রকৃতির করোনার সংক্রমনে আতংক ছড়িেেয় পড়েছেসারা বিশ্বে ।
এদিকে মানুষ বাঁচাতে ফাইজার বায়োএনটেক এর পর মডার্না, অক্সফোর্ডের অ্যাস্টাজেনকা, রাশিয়ার স্পুটনিক ভি , চীনের সিনোভ্যাক টিকা দেয়া শুরু হয়েছে। সারা বিশ্বে এসব টিকা পেতে সময় লাগবে কম করে ৬ মাস । ধনবান দেশ ̧লোরচহিদা পূরণের পর দরিদ্র দেশ টিকা পাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্রের মাধ্যমে । তবেমূল্যমানের দিক থেকে অ্যাস্টাজেনকা সস্তা মাত্র ১.৭৮ ডলার । ফাইজার বায়োএনটেক ১২ ইউরো ,মডার্না ১৮ ডলার ,জনসনের ৮.১০ ডলার , সানোফির ৭.৫৬ডলার । সবকিছ্ইু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ।
বাংলাদেশ : বাংলাদেশ জানুয়ারি মাসেই পাবে অক্সফোর্ডের অ্যাস্টাজেনকা টিকা।ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে এটা দেবে যুক্তরাজ্য । এ বিষযে ইতিপূর্বে চুক্তিকরেছে বাংলাদেশের বেক্সিকো । এ চুক্তির আওতায় ৩ কোটি টিকা আসবে । এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গেভির আওতায় পাবে ৭ কোটি ডোজ । বাংলাদেশ সরকার ৩ কোটিডোজ টিকা বিনামূল্যে দেবে দরিদ্র জনগোষ্টিকে । টিকা প্রদানের জন্য অগ্রধিকার ভিত্তিতে সম্মুখসারির সেবাদানকারিদের দেয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানিয়েছেন ।।এরপর দেয়া হবে সাধারন মানুষদের ।
কানাডাঃ কানাডায় অগ্রাধিকারভিত্তিতে সম্মুখসারির সেবাদানকারিদের ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়েছে । পৌছেছে মডার্নার টিকা । তবে সবচেয়ে বড় রাজ্য অন্টারিও জুড়ে চলছে লকডাউন । যা চলবে ২১ জানুয়রি পর্যন্ত । প্রতিদিন সংক্রমন হচ্ছে দুই হাজারের বেশী । এ মাত্রা বেড়েই চলেছে । তারপরও জীবন থেমেনেই । জরুরি সরবরাহ ছাড়া বিমান , সড়ক ও নৌপথে সীমান্ত চলাচল বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র : অন্য দিকে যুক্তরাষ্ট্রে ৩ লক্ষ ৫০ হাজার মানুষ মারা যাওয়ার ফলে দ্রুত টিকাদেয়া শুরু হয়েছে । ফাইজারের পর নিজেদের মডার্না টিকার অনুমোদন দিয়েছে এফডিএ। সাধারনের টিকা পেতে ফেবধুয়ারি – মার্চ কিংবা জুন মাসে গড়াবে ।২০ জানুয়ারিনতুন রাষ্ট্রপতি জো বাইডেন দায়িত্ব গ্রহনের পর টিকা প্রদানের গতি বাড়বে বলে মনেকরা হচ্ছে ।ইউরোপে দ্রুত টিকা দেয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ,ইতালি ,নেদারল্যান্ড ,বেলজিয়াম,স্পেন,সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নের আওতাভু৩ সকল দেশ ।ফাইজারের বড় পরিমান টিকা কিনেছে ইউরোপীয় ইউনিয়ন ।
নতুন বছরের স্বাগত অনুষ্ঠান অনলাইনে
বিশ্বজুড়ে আজ রাতে ২০২১ সালকে স্বাগত জানানো হচ্ছে অনলাইনে । সমাবেশে মিলিত হবার সুযোগ নেই । করোনা বিষের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ । নিউইয়র্কের টাইম স্কোয়ার , কানাডার ন্যাথানিয়েল স্কোয়ার , সিএন টাওয়ার , প্যারিসের আইফেল টাওয়ার ,অস্ট্রেলিয়ার সিডনি হারবারসহ বিশ্বের বড় বড় সমাবেশ বাতিল করাহয়েছে ।তবে নববর্ষে নিউজিল্যান্ডের সমাবেশে আতশবাজির খেলা হয়েছে। ফ্রান্সে নববর্ষের উৎসব সমাবেশ ঠেকাতে রাতে কারফিউ দেয়া হয়েছে। এক লক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বাংলাদেশেও বর্ষবিদায় সমাবেশ বাতিল করা হয়েছে ।ব্যর্থ প্রানের আবর্জনা পুড়িয়ে ফেলে , আ ̧ন জ্বালো ,, । এটাই হোক মানুষের জয়গান