1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 12, 2024, 5:13 am
সংবাদ শিরোনাম :

বিসিবি পরিচালক সাকিবের ছুটির বিষয়ে যা বললেন

  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ৫, ২০২১
  • 181 বার পঠিত

পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ার অধিকার যে কোনো ক্রিকেটারের আছে। তাই নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে ছুটি না দেওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। এই সিরিজে সাকিবকে মিস করলেও এতো বছরে তার বিকল্প ক্রিকেটার তৈরি না করতে পারার দায়টা নিজেদের কাঁধেই নিলেন তিনি। উড়িয়ে দিলেন ক্রিকেটার ও ম্যানেজমেন্টের দ্বন্দ্বের বিষয়টিও।

এটাই বোধহয় ভালো থাকার সবচেয়ে বড় উপায়, মন যা চায়, তাই করো হায়। যেন শৈশবে ফিরে গেলেন সাকিব আল হাসান। মিরপুরে বৃষ্টিস্নাত বিষন্ন বিকেল তাই দিলো ভিন্ন রোমাঞ্চ।

সাকিব বলেই হয়তো এতো আলোচনা। বাংলার ক্রিকেটের সবচাইতে বড় চরিত্র তিনি, শুধু মাঠের পারফর্মেন্সই নয় মাঠের বাইরেও।

নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না সাকিব, পারিবারিক কারণে চেয়েছেন ছুটি। টাইগারদের পাকিস্তান টেস্ট ছাপিয়ে এটাই এখন টক অব দ্যা টাউন। অতি আবেগী কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন তার পেশাদারিত্ব নিয়েও। কিন্তু বাস্তবতা কী বলে? এই ইস্যুতে আদৌ – কি তর্কে যাওয়ার সুযোগ আছে?

গেলো ১৫ বছরের বেশি সময় নিরবচ্ছিন্নভাবে টাইগারদের সার্ভিস দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। কিউই কন্ডিশনে তার না থাকা দলের জন্য নিশ্চিতভাবেই বড় ক্ষতি। কিন্তু প্রশ্নটা হলো কেন দেড় দশকে তার বিকল্প তৈরি করতে পারল না বিসিবি? দায়টা অবশ্য নিজেদের কাঁধেই নিলেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি।

উড়িয়ে দিলেন সাম্প্রতিক সময়ে আলোচনার টেবিলে ঝড় তোলা সিনিয়র ক্রিকেটার ও ম্যানেজমেন্টের দ্বন্দ্বের বিষয়টিও। এর আগে কিউদের মাটিতে কখনই জয় পাওয়া হয়নি টাইগারদের। দলের সেরা তারকার অনুপস্থিতে কী হয় এবার, সেটাই এখন দেখার অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park