যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিল, ওষুধ, গাঁজা, আতশবাজিসহ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার সময় বেনাপোল বন্দর থেকে মাদকের এ চালান আটক করা হয়।
পুলিশ জানায়, বেনাপোল বন্দরে মধ্যে ভারতীয় ডই-৭৬-অ-৫১৭৫ ট্রাকে বিপুল পরিমাণ মাদকের চালন নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিকস ও আতশবাজি জব্দ করা হয়। এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে ট্রাকচালকসহ পাচারকারীরা পালিয়ে যায়।
নাভারন সার্কেলের (এএসপি) জুয়েল ইমরান জানান, এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে দ্রæত আটক করা হবে। এবং আটককৃত ভারতীয় ট্রাকচালক ও হেলপারের আটকের চেষ্টা চলছে।