নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১ হাজার ২০০ পিচ ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পৌর সদরের রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন রায়পুর গ্রামের রশিদ মাতুব্বরের ছেলে মনিরুল মাতুব্বর (২৪) ও রশিদ মাতুব্বরের স্ত্রী জহুরা বেগম (৪৭) । থানায় মনিরুল ও জহুরা বেগমের নামে দুটি করে এবং রশিদ মাতুব্বরের নামে ৫টি মাদক মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রশিদ মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের গোয়ালঘরের গরুর খাবারের চাড়ির ভেতর থেকে আড়াই কেজি গাজা ও ১ হাজার ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ফরিদপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।