ক্রীড়া প্রতিবেদক: ভারতের মাটিতে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর লম্বা সময় ধরে তাদের মাটিতে আর টাইগারদের লাল বলে খেলা হয়নি। পাঁচ বছর পর আবারও ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে নামছে নাজমুল হোসেন শান্তর দল। আগামী বৃৃহস্পতিবার চেন্নাইয়ে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
তার আগে আজ (মঙ্গলবার) টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে বিদ্যমান চাপকে সুযোগ হিসেবেই দেখছেন দাবি করে তিনি বলেন, ‘এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে এবং আরও বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। তখন আমরা নিজেদের শক্তি, সীমাবদ্ধতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি।’
এ ছাড়া চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুতির কথাও জানিয়েছেন হাথুরু, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে (টেস্ট) খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। যেমন ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা। এখনকার দিনে ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সেরাদের বিপক্ষে খেলা সব সময় আপনাকে এই অনুভূতি দেয় যে, আপনি একজন ক্রীড়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন। আমরা এখন সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে।’
এর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশ মোট ১২টি টেস্ট খেললেও, এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। অধরা সেই জয় এই সিরিজেই বাংলাদেশ পাবে কি না সেটি মাঠের খেলায় নির্ধারিত হবে। দুই দলের দেখায় ভারতের ১১টি টেস্ট জয় ও বাকি একটি ড্র হয়েছে। এবারের সিরিজের বাংলাদেশ দল সবদিক থেকে পরিপূর্ণ উল্লেখ করে আত্মবিশ্বাসী হাথুরু, ‘আমার মনে হয়, সম্ভবত এই সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ। আমরা অনেক পেসার নিয়ে এসেছি, কয়েকজন ভালো গতির বোলার পেয়েছি। আমাদের স্পিন বিভাগেও অভিজ্ঞতা আছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ে গভীরতা আছে দুটো কারণে– আমাদের দুজন স্পিনার সত্যিকারের ব্যাটার, তাদের টেস্ট শতক আছে। আর উইকেটরক্ষক আমাদের মূল ব্যাটার। এজন্য এই সিরিজে দলের ভারসাম্য খুব ভালো। এটা আমাদের আসলে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে যে আমরা এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’