বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে এসেছিল। এরইমধ্যে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ায় চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এমতাবস্থায় বিভিন্ন দেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। ভারতও সেই পথে হাঁটতে পারে। আর এ বিষয়টি পর্যালোচনা করে দেখতে দেশটির কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই ভারত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয়। এমন পরিস্থিতিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারত সরকারের কপালে চিন্তা ভাঁজ ফেলেছে। কেননা বিদেশ থেকে আগতদের মাধ্যমে ঢুকতে পারে ওমিক্রন ধরন।
ইতোমধ্যেই নতুন ধরনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপরই বিদেশ থেকে আগতদের টেস্ট এবং স্বাস্থ্যবিধির বিষয়ে জোরারোপের বিষয়ে কথা বললেন মোদি। বিশেষ করে যেসব দেশ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলো নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ বিষয়টি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মোদির এক বৈঠকের পর ভারত সরকার এ কথা জানালো।
ডব্লিউএইচও বলছে, দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ধরনটি পাওয়া গেছে। তাদের ধারণা, অন্য যেকোনো ধরনের চেয়ে দ্রুত ছড়াতে পারে এটি। গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। তবে নতুন ধরনের কারণে বিশ্বের সব দেশে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।