নিজস্ব প্রতিবেদকঃ সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, যারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বোঝেনা তারাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
দুপুরে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ জানাচ্ছে তারা অচীরেই ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বুঝবে।
এ সময় তিনি বলেন, অনলাইনের ওটিটি কনটেন্ট যেন নিয়ম নীতির মধ্যে থাকে সে বিষয়ে সরকার কাজ করছে। বর্তমান বাস্তবতায় ওটিটি কনটেন্ট এড়ানো সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ যেন অক্ষুন্ন থাকে তা নিশ্চত করবে সরকার। এজন্য একটি আলাদা কমিটি গঠন করার কথাও জানান তিনি।
এছাড়াও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে দেয়া কম সুদের এ ঋণ দিয়ে সিনেমা হল সংস্কার বা নতুন হল নির্মাণ করতে পারবেন উদ্যোক্তারা।
তথ্যমন্ত্রী বলেন, রাজধানীর অদুরে পূর্বাচলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ হচ্ছে তা মূর্তি নয়।