রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ওই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে নিজ বেতন বেতনক্রমে (প্রেষণ প্রত্যাহারক্রমে) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে।