রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রীর ডাকা জরুরি সভায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঢাকা ওয়াসার গৃহীত কার্যক্রম সম্পর্কে ভুল তথ্য দেয়ার অভিযোগ উঠায় বিভিন্ন খাল ও পাম্প হাউজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকার দুই সিটি মেয়র।
বুধবার (২২ জুলাই) রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দফতর ও বিভাগের গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে অনলাইনে এক সভার আয়োজন করেন স্থানীয় সরকার মন্ত্রী।
সভায় ঢাকা ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড নগরীর জলাবদ্ধতা নিরসনে স্বাভাবিক উপায়ে পানি বের করতে না পারায় পাম্পিং করে পানি বের করছেন বলে জানান। কিন্তু দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, পাম্পিং হাউস সম্পূর্ণ কার্যকর নয়। এরই প্রেক্ষিতে সভা শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক পাম্প হাউজ পরিদর্শনে বের হন মন্ত্রী।
এ সময় তিনি ডিএসসিসি আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ডের কালুনগর পাম্প হাউজ এবং ২৪নং ওয়ার্ডের বালুরঘাট এলাকার খাল পরিদর্শন করেন। পরে সোনারগাঁও হোটেলের পাশে হাতিরঝিলের স্লুইচ গেট এবং মিরপুর বেড়িবাঁধে গোড়ান চটবাড়ি পাম্প হাউজ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা সরেজমিনে পরিদর্শন করে আশানুরূপ মিল পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘যারা যে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কিন্তু সঠিকভাবে করেনি, অবশ্যই তাদের সেটার জন্য জবাবদিহি করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’