দূরবীন সংবাদ : ভোলার দৌলতখানে পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ করে ফেরার সময় আহম্মেদ শফী নামে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক আহম্মেদ শফী ভোলার দৌলতখান উপজেলার প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক বাংলার কণ্ঠের উপজেলা প্রতিনিধি।
তিনি জানান, শুক্রবার বিকেলে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর এলাকায় যান। তথ্য সংগ্রহ করে ফেরার সময় তার মোটরসাইকেলের চেইন পড়ে যায়। চেইন ঠিক করার সময় একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত করে দৌলতখান থানায় একটি অভিযোগ দিয়েছেন সাংবাদিক আহম্মেদ শফী।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।