সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন।
তিনি বলেন, মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ জানিয়েছেন উনার অবস্থা স্থিতিশীল। দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেনও তার স্ত্রী।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মওদুদ আহমদের মৃত্যুর গুজব ছড়ানো হলে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এ তথ্য জানান, এম মাহবুবউদ্দিন খোকন। বর্তমানে মওদুদ আহমদ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।