মোশাররফ হোসেন: মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বজুড়ে শহীদ বেদীতে বাঙালির ঢল নেমেছিল। চারদিকে যখন নাগিনিরা ফেলেছে নিঃশ্বাস, তখন বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার সংস্কৃতি এগিয়ে নিতে হয়েছে সরব।
টরেন্টো, নিউইয়র্ক, বার্লিন, লন্ডন, দুবাই, টোকিও, এরকম খবর জানা গেছে। মধ্যরাতে সকলে মিলে গেয়েছেন আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,, আমি কী ভুলিতে পারি..
দিনভর চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশের ভূবন মোহন গান, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, সালাম, সালাম হাজার সালাম…মাগো ভাবনা কেন… অমর একুশে কবিতা, নাটক, গীতি নৃত্য নাট্য ছবি আঁকা সহ বাঙালির প্রাণের বইমেলা ।
কানাডার টরেন্টোয় ডেনটোনিয়া পার্কের শহীদ বেদীতে জনতার ঢল নেমেছিল। সার্বজনীন একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে অন্টারিও প্রদেশে র বিভিন্ন শহর থেকে রাতে বাঙালিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখানে ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার, এমপি নাথানিয়েল এরিসকিন ইসমিত, এমপিপি ডলি বেগম, মেরিয়েট মার্গারেট মেকমোহন, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল লুৎফুর রহমান, টরেন্টো সিটি কাউন্সিলর বেরাডফোরড বেরাডফোরড এবং বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ঢাকা, চট্টগ্রাম, কৃষি, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম এসোসিয়েশন কানাডা ইনক, চট্টগ্রাম সমিতি কানাডা, জালালাবাদ এসোসিয়েশন, মৌলবিবাজার-সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ জেলা এসোসিয়েশন, বাংলাদেশ সেন্টার, দক্ষিণ এশীয় মহিলা এসোসিয়েশন, অসওয়া বাংলাদেশ কমিউনিটি, কানাডা বাংলাদেশ এসোসিয়েশন, উদীচী শিল্পীগোষ্ঠী কানাডাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। আজ সকালে তুষারপাত হলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করবে ।
মধ্যরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগের নেতৃবৃন্দ ডেনটোনিযা পার্কের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অপরদিকে নিউইয়র্কের জ্যাকসান হাইটসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ চলে রাত তিনটা পর্যন্ত । এখানে সম্মিলিত বিশ্ববিদ্যালয় ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীর নগর, কৃষি, বুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক, বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জালালাবাদ এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।
নিউইয়র্কের জেকসান হাইটসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ডঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদ আহমেদ, উপদেষ্টা সামসুদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক, এবং কবির কিরণ, মিনহাজুল ইসলাম বিদুৎ সরকার, জুনায়েদ জাফরি,ফেরসৌস খান, বিষ্ণু গোপ, মনোয়ার, মসিউর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।