করোনা ভাইরাসে এর কারনে নাপোলির সঙ্গে জুভেন্টাসের ম্যাচটি খেলা হলো না আর। শেষ পর্যন্ত ইতালিয়ান সিরি ম্যাচটি নিয়মের বেড়াজালে পড়ে হার মেনে নিতে হয়েছে নাপোলিকে। ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে জুভেন্টাসকে।সিরি আ লীগ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, স্কোয়াডের ১৩ জন খেলোয়াড় কোভিড-১৯ মুক্ত থাকলে ম্যাচ খেলা বাধ্যতামূলক। কয়েকদিন আগে নাপোলির দুইজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পুরো দল আইসোলেশনে চলে যায়। জুভেন্টাসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য স্থানীয় প্রসাশনের ছাড়পত্র পায়নি নাপোলি।
পরিস্থিতি বিচেনায় এনে লীগ কর্তৃপক্ষকে ম্যাচ স্থগিতের আবেদন জানিয়েও লাভ হয়নি। নিয়মের দোহায় দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকে লীগ কর্তৃপক্ষ।এই নিয়মের কারণেই নাপোলি ম্যাচের জন্য শনিবার দল ঘোষণা করে জুভেন্টাস।ম্যাচের জন্য ১ ঘন্টা আগে মাঠেও উপস্থিত হয় জুভেন্টাসের ফুটবলাররা। সফরের অনুমতি না মেলায় আলিয়াঞ্জ স্টেডিয়ামে আসা হয়নি নাপোলির। নিয়মের বেড়াজালে আটকে মাঠে না নেমেই তিন পয়েন্ট খোয়াতে হল নাপোলির।