নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মার্কেট খোলার দাবিতে আজ (৬ এপ্রিল) বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সেখানকার ব্যবসায়ী ও কর্মচারীরা।
এ সময় বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেওয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।
আরও পড়ুন:
সামনে যেহেতু ঈদ আর ঈদকে কেন্দ্র করেই তাদের বাড়তি কিছু আয় হয়। অথচ করোনার কারণে আগেও লকডাউন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে এবার ঈদের আগেও যদি এভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাহলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলেছেন কেউ কেউ।
এদিকে মানববন্ধন ও বিক্ষোভ শেষে নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান ব্যবসায়ীরা।
গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছিলেন তারা।