পাকিস্তান সুপার লিগের এইবার আসরের প্লে -অফ ইংলিশ অলরাউন্ডার মঈন আলির পরিবর্তে খেলার সুযোগ পায় বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।কিন্তু পিএসএলের শেষের এই ম্যাচগুলো খেলতে পাকিস্তান যাওয়া হবে না মাহমুদউল্লাহর।
৭নভেম্বর দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হয়েছেন তিনি। পিএসএল খেলতে যাওয়ার আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করিয়েছিলেন মাহমুদউল্লাহ। প্রথমবারের ফল নিয়ে সংশয় থাকায়, করার আরও একবার- দুইবারই তার নমুনার ফল এসেছে পজিটিভ।টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ কবে ক্রিকেটে ফিরতে পারছেন সেটা এখন অনিশ্চিত। পিএসএলে তার খেলার কথা ছিল মুলতান সুলতান্সের হয়ে।
এদিকে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের নেই আর কোনো বাধা। সোমবার ফিটনেস পরীক্ষা দেবেন তিনি। এই টেস্টে পাশ করলেই টুর্নামেন্টেরে প্লেয়ার্স ড্রাফটে উঠবে বিশ্বসেরা অলরাউন্ডারের নাম।