1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 24, 2025, 9:52 am

মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড়

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩
  • 136 বার পঠিত

মুজিব:একটি জাতির রূপকার
ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড

মোশাররফ হোসেন : একজন শাম বেনেগাল যে কতটা বিশ্বমানের পরিচালক ,তার কাজের সূক্ষতা ও অভিনেতা, অভিনেত্রীদের কাছ থেকে অভিনয় আদায়, দৃশ্যায়ণ এবং কাহিনীর ধারা তুলে ধরে তা তাতে দর্শকদের টেনে নেয়ার যাদুকরি কৌশল মিলে “মুজিব, একটি জাতির রূপকার, Mujib: The making of nation , Mujib biopic এককথায় অসাধারণ ও ঐতিহাসিক ছবি দেখে মুগ্ধ হয়ে বাড়ি ফিরলাম।তখন রাত সাড়ে ১১টা।
টানা ২ ঘন্টা ৫৮ মিনিট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , জাতির জনক ,বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিততিক ছবিটি বুধবার সন্ধ্যা ৭টায় টরনটো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেনূ ৩৫০কিং ইসটিরিট ডাউনটাউনের বেল লাইট বক্স সিনে ৭ হলে প্রদর্শিত হয়। আমন্ত্রিত শিল্পী, টরনটোর সাংবাদিক, বুদ্ধিজীবী,চলচ্চিত্র নির্মাতা ,ভারত ও বাংলাদেশের অতিথি ছাড়াও টরনটো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক,ছবিটি দেখার পর বললেন , একটি জাতির রূপকার ,ছোট্ট একটি অজপাড়াগা৺ থেকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে উঠে আসা এবং দেশ ,উপহার ।আবার
সপরিবারে মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিশ্বে আর ঘটেনি। একথায় অসাধারণ এক ছবি ,মুজিব একটি জাতির রূপকার। বার বার দেখে যার সাধ পূরণ হবেনা।
যতদিন রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ছবিটি বাঙালি জাতিকে চিরকাল উজ্জীবিত করবে।১৯৭০ সালে জহির রায়হান এর ছবি ‘জীবন থেকে নেয়া’ সাধীকার আদায়ে উজ্জীবিত করেছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park