1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 11, 2024, 5:26 pm
সংবাদ শিরোনাম :

মুস্তাফিজ আর স্পিন ‘হুমকি’ কিউইদের জন্য

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১
  • 358 বার পঠিত

মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। কয়দিন আগেই মুস্তাফিজুর রহমানও উইকেটের পুরো সুবিধা নিয়ে কাটার, স্লোয়ারে অস্ট্রেলিয়ানদের ঘায়েল করেছিলেন। তাই সফরের আগে থেকেই নিউজিল্যান্ডের প্রধান দুশ্চিন্তা মুস্তাফিজকে নিয়ে। তাছাড়া সাকিব-মেহেদীদের ঘূর্ণিও তাদের চিন্তার কারণ। এমন উইকেটে স্পিনার ও মুস্তাফিজকে মোকাবেলা কঠিন বলে স্বীকার করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

মুস্তাফিজুর রহমান হোম কন্ডিশনে বাংলাদেশকে প্রায় অজেয় করে তুলেছেন। অস্ট্রেলিয়ানরা তার বল খেলতেই পারছিলেন না। এই কন্ডিশনে সবচেয়ে চ্যালেঞ্জিং বোলার হিসেবে বিশেষ কাউকে বেছে নেয়া সহজ নয় বলে জানান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা সকলেই আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। মুস্তাফিজের স্লোয়ার নিয়ে অনেক আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার বোলিং আমরা দেখেছি।’

ল্যাথাম আরও বলেন, ‘স্বাগতিক দলের সবাই হুমকি স্বরূপ। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কত ভালো খেলেছে। তাদের গ্রুপে কিছু দুর্দান্ত স্পিনার এবং অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের ব্যাটিং লাইন-আপকে স্পিনারদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাদের কিছু ভয়ডরহীন ব্যাটসম্যান আছে, ম্যাচটি এগিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। ছেলেরা গত পাঁচ দিন ধরে কঠোর পরিশ্রম করেছে যাতে নিজেদের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারে। আমরা আগামীকাল তাদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছি।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park