ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলাদেশ মৃৎশিল্পী সংস্থার উদ্যোগে ৯ দিনব্যাপী টেরাকোটা ও পোড়ামাটির শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কে›দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে হারিয়ে যাওয়া মৃৎশিল্পের ঐতিহ্য সংরক্ষণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ২১ মে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে আজ বুধবার।
প্রদর্শনীতে পোড়ামাটির তৈরি বিভিন্ন নান্দনিক ডিজাইনের গহনা, বিভিন্ন রঙের দৈনন্দিক ব্যবহৃত তৈজসপত্র, গলার মালা, হাতের চুড়িসহ বাহারি ডিজাইন তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীর আয়োজক সংস্থার শিল্পী শহিদুল হাসান বলেন, এটি আমার ২৭ তম একক প্রদর্শনী। বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প বর্তমানে হারিয়ে যাচ্ছে। এই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা বাংলাদেশের লোকজ ঐতিহ্য নিয়ে কাজ করছি। আমাদের প্রদর্শনীতে গ্রামীন নিদর্শন; লতা-পাতা, ফলমূল, পোড়ামাটিলর ফলক, পোটারি, পোড়ামাটির গহনা, হাতের চুড়িসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছি। এছাড়াও কাঠের তৈরি উঠকার বিন প্রদর্শন করেছি। আমারা আমাদের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে চাই।