1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 7, 2024, 2:41 am

মেলান্দহে গাইনি ডাক্তার মৃত্যুর ঘটনায় ১ জন গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১১, ২০২০
  • 346 বার পঠিত

বিশেষ সংবাদদাতা : মেলান্দহ হাসপাতালের বহুল আলোচিত নারী চিকিৎসক সুলতানা পারভীনের মৃত্যুর ঘটনায় অপর চিকিৎসক শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, তদন্তচলাকালে সন্দেহভাজন হিসেবে ডাক্তার শাহাদাৎ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন ১০ অক্টোবর তাকে কোর্টে চালান দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। অচিরেই ডাক্তার সুলতানা পারভীনের মৃত্যুর রহস্য উন্মোচন হবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে মেলান্দহ হাসপাতালের কোয়ার্টার থেকে গাইনি ডাক্তার সুলতানা পারভীনের লাশ উদ্ধার করা হয়। ২২ আগস্ট ডাক্তার সুলতানা পারভীনের ভগ্নিপতি আসাদুল হাফিজ চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।
ডাক্তার শাহাদাৎ হোসেনের জন্মস্থান মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামে। তার বাবা ফজলুল হক এবং মা সুরাইয়া বেগম আলো উভয়ই মেলান্দহ ফ্যামিলি প্ল্যানিংয়ের ভিজিটর ছিলেন। মেলান্দহ পৌরসভার আদিপৈত এলাকায় তাদের বাসাবাড়িও আছে। শাহাদাৎ হোসেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তার হিসেবে কর্মরত আছেন। জামালপুর শহরের শহীদ হারুন সড়কের ভাড়াটে বাসায় থাকতেন। শাহাদাৎ হোসেন বিয়ে করেন ঢাকার বিক্রমপুরের মেয়ে ডা. খুশওয়াতুল জাহানকে। খুশওয়াতুল জাহান আনোয়ারা মডেল থানা স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত আছেন। তাদের ঘরে ২ ছেলে ১ মেয়ে আছে। ডাক্তার শাহাদাৎ হোসেনের বাবা ফজলুল হকের দাবি ডা. সুলতানা পারভীনের মৃত্যুর পেছনে তাঁর ছেলের কোন সম্পৃক্ততা নেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park