স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণার পরই নড়েচড়ে বসেছে ধনী ক্লাবগুলো। তবে করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দার মধ্যে মেসির সাতশো মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজ মেটানো সম্ভব নয় কারো পক্ষেই। তারওপর বিশাল অঙ্কের বেতন-ভাতা তো আছেই।
তবে মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে জোরালো নামটি ম্যানচেস্টার সিটি। ক্লাবটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে আগেই কথা হয়েছে মেসির, এমনটাও দাবি করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারকে ক্লাবে ভেড়াতে সবরকমের চেষ্টাই করছে ইংলিশ ক্লাবটি। দর কষাকষি করছে বার্সেলোনার সঙ্গে। এরইমধ্যে একটি স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছে, মেসির জন্য ২০০ মিলিয়ন ইউরো প্রস্তাবও করেছে সিটিজেনরা।
আরেকটি গণমাধ্যমের দাবি, মেসির বিনিময়ে নিজেদের তিনজন ফুটবলারকে বার্সেলোনায় পাঠিয়ে দেবে ম্যানসিটি। এরমধ্যে যাদের কথা বলা হয়েছে, তারা হলেন, ম্যানসিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, বার্নার্দো সিলভা ও এরিক গার্সিয়া। এরমধ্যে এরিক গার্সিয়াকে এমনিতেই দলে পেতে চায় বার্সেলোনা।