বের হাতে ধরা খেলেন নিজেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয় দেয়া এক প্রতারক। তাকে গ্রেফতার করেছে র্যাব-৪। তার নাম মো. হারুন অর রশিদ (২৫)।
শনিবার (৩০ আগস্ট) সাভার থানাধীন সিআরপি রোডের কাছে ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল।
র্যাব জানায়, দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার থানাধীন সিআরপি রোডের কাছে ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন অর রশিদ (২৫) নামে এ প্রতারককে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট, ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত হারুন গত কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এবং সে একটি মামলার পলাতক আসামি।
এছাড়া, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।