স্পোর্টস ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টাইটন এ তারার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ জগতেও। হলিউড, বলিউড, টলিউড এবং ঢালিউডের একাধিক তারকা শোক প্রকাশ করেছেন এ মহাতারকার মৃত্যুতে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে শোক জ্ঞাপন করেছেন তারা।
নিজের ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন ঢালিউড কিং শাকিব খান। লিখেছেন, ‘তার আত্মার শান্তি কামনা করছি। আমি দেখেছি সর্বকালের সেরা ফুটবলারকে। তিনি সেরাদের সেরা।’
সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘বিদায় বলব না, আপনি সবসময় আছেন।’শোক প্রকাশ করে জয়া আহসান লিখেছেন, ‘বিদায় রাজপুত্র।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের কৈশোরে, স্কুল জীবনে, মিশে ছিল যে নামটি। ম্যারাডোনা। চলে গেলেন পরপারে। খুব বেশী করে ফিরে যাচ্ছি সেই অতীতে। ম্যারাডোনার ছবিওয়ালা খাতায় লিখতে লিখতেই, স্কুল জীবন পার করা। এখন কেমন লাগছে, অনেককেই বোঝানো যাবে না। আমাদের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে একমাত্র সাদাকালো টেলিভিশন। তখনও গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি। ব্যাটারী চালিত সাদাকালো টেলিভিশনে রাত জেগে চেয়ারম্যান বাড়ির উঠোনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। কত কত স্মৃতি। বিদায় ম্যারাডোনা। তার আত্মার শান্তি হোক।’
ওদিকে, বলিউড কিং শাহরুখ খান ওয়ার্ল্ড কাপ হাতে ম্যারাডোনার ছবি পোস্ট করে লিখেছেন, ‘দিয়েগো ম্যারাডোনা আপনি ফুটবলকে আরো সুন্দর করেছেন। আপনাকে খুবই মনে পড়বে এবং পৃথিবীবাসীকে যেভাবে বিনোদন দিয়েছেন ও মুগ্ধ করেছেন স্বর্গে গিয়েও তেমনটাই করবেন। অপনার আত্মা শান্তি পাক।’টুইট করে শোক প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। লিখেছেন, ‘আপনার আত্মা শান্তি পাক কিংবদন্তি ম্যারাডোনা।’
অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, টলিপাড়ায়ও পড়েছে শোকের ছায়া। সুপারস্টার জিৎ ফেসবুকে লিখেছেন, ‘আপনার সাথে ফুটবলের ভালোবাসা শুরু হয়েছিল।’ম্যারাডোনার আত্মার শান্তি কামনায় ফেসুবকে পোস্ট করেছেন পায়েল সরকার। মধুমিতা সরকার তার ফেসবুকে লিখেছেন, ‘কিংবদন্তি বেঁচে থাকে। #ম্যারাডোনা। এছাড়া শোক প্রকাশ করেছেন পাওলি দামসহ আরও অনেকে।