যশোরে বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে বর্ণাড়্য র্যালি বের হয়েছে। ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির
প্রতিভা বিকাশিত করি স্লোগানকে প্রতিবাদ্য করে যশোরে বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে র্যালির আয়োজন করা হয়। শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা, সহকারী পরিচালক সাইফুল ইসলামসহ জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন । র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গরীবশাহ হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অর্ধশতাধিক অটিজম নারী-পুরুষ অংশগ্রহণ করেন।