1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 24, 2025, 9:50 am

যশোর রেলগেটের পঙ্গু হাসপাতাল থেকে নিখোঁজ মফিজুরের লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২, ২০২২
  • 191 বার পঠিত

যশোরে পঙ্গু হাসপাতাল থেকে নিখোজ হওয়া মফিজুর রহমান শেখের (৬৫) লাশ উদ্ধার হয়েছে। ওই হাসপাতালের লিফটের গ্রান্ড ফ্লোর থেকে শনিবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে ও র‌্যাব চারজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২ টার পর নিখোজ মফিজুরের লাশ উদ্ধার করা হয় শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতাল থেকে। নিহতের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। নিহতের ভাগ্নে অপু দাবি করেন, তার মামাকে হত্যা করা হয়েছে। এছাড়া পঙ্গু হাসপাতালের মালিক ডা: আব্দুর রউফ নিহতের স্বজনের সাথে অসৌজন্যমুলক আচরণ করে। তারই ইন্দনে মফিজুরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা।

পুলিশ জানিয়েছে, মফিজুর রহমানের মা ৯০ বছর বয়সী আছিয়া বেগম পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। মফিজুর রহমান গত বৃহস্পতিবার হাসপাতালের সপ্তম তলায় মাকে দেখে নিচে আসেন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শুক্রবার থানায় ডায়রি করা হয়। সর্বশেষ শনিবার তার লাশ উদ্ধার হয় হাসপাতালের লিফটের গ্রান্ড ফ্লোর থেকে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটক তিনজন হচ্ছেন, হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান, লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজী।

এ বিষয়ে চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে। এ দিকে লাশ উদ্ধারের খবরে হাসপাতালের সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হাসপাতাল মালিক ডাঃ আব্দুর রউফের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park