মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর সদর উপজেলায় নৌকা প্রতীকে ১০ জন জয়ী হয়ে ইউপি চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ছয়জন জয়ী হয়েছে।
উপজেলার হৈবতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু সিদ্দিক, চুড়ামনকাটি ইউনিয়নে নৌকা প্রতীকের দাউদ হোসেন, আরবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আরশাদ আলী, দেয়াড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) আনিচুর রহমান, চাঁচড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) শামীম রেজা, রামনগর ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রাজু আহমেদ, বসুন্দিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের রিয়াজুল ইসলাম খান, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সোহরাব হোসেন, কচুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের লুৎফর রহমান ধাবক, নওয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হুমায়ুন কবীর তুহিন, ইছালী ইউনিয়নে নৌকা প্রতীকের ফেরদৌসী ইয়াসমিন, লেবুতলা ইউনিয়নে নৌকা প্রতীকের আলিমুজ্জামান মিলন, উপশহর ইউনিয়নে নৌকা প্রতীকের এহসানুর রহমান লিটু ও কাশিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের শরিফুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীক পেয়েও পরাজয় বরণ করেছেন চাঁচড়া ইউপির চেয়ারম্যান আলোচিত সমালোচিত সেলিম রেজা পান্নু। তিনি ভোটারের মন জয় করতে না পেরে হার মানতে বাধ্য হয়েছেন। চুড়ামনকাঠি ইউপির স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মুন্না আরেক আলোচিত হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী, তিনিও ফেল করেছেন। এছাড়া রামনগর ইউপি’র নাজনীন নাহার আলমগীর নৌকা প্রতীক পেয়ে পরাজয় বরণ করেছেন। ফতেপুর ইউনিয়নের ঘোড়া প্রতীকে সাড়া ফেলেও ফেল করেছেন যশোর শহরের বারান্দীপাড়ার ফিঙে লিটনের স্ত্রী।