1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 4, 2024, 3:05 am
সংবাদ শিরোনাম :

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে গত ১৯ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি: যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে গত ১৯ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধ ড. নুরুন নবূর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. আরেফিন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক তমাল পারভেজ, কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মিজান আর মিয়া। বাংলাদেশ, কানাডা, রাশিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আরেফিন সিদ্দিকী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও বাংলাদেশের জন্মদিন এক ও অভিন্ন এ কারণেই দুটোই কিন্তু এই মার্চ মাসে। ১টি  ১৭ মার্চ, আরেকটি ২৬ মার্চ। বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবহুল এই মার্চ মাস। ৭ মার্চ বিশ্বের অন্যতম ভাষণ-যেখানে জাতির মুক্তির কথা বলা হয়েছে। আমরা দেখেছি ১৯৪৮ সালের ১১মার্চ তারিখে বঙ্গবন্ধু প্রথম পাকিস্তোনের কারাগারে নিক্ষপ্ত হন। কারণ তিনি বাংলাকে পাকিন্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবী জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর দীর্ঘপথ চলার একটাই লক্ষ্য ছিল, সেটা হলো বাঙালির মুক্তি। তাই ১৭ মার্চ শুধু বঙ্গবন্ধুর জন্মদিন নয়, আমাদের সকলের মুক্তির দিন, আমাদের সবার জন্মদিন। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদের সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাই।

বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ তার বক্তব্যে বলেন, আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ১৯৭৫ সালে তাকে আমরা সপরিবারে হারিয়েছি, কিন্তু আজ আবার দেশ ও বিদেশে ৭৫-এর মতো ষড়যন্ত্র হচ্ছে। কিসিঞ্জারের সহচররা আজকে ড. ইউনূসের মাধ্যমে আরেকটি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব  উন্নতি সাধিত হয়েছে তাকে বাধাগ্রস্থ করার জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকেলের দেশ হবে এটাই ষড়যন্ত্রকারীরা মেনে নিতে পারছে না। তাই আমাদের আরো সজাগ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য জননেত্রি শেখ হাসিনা যে ব্যাপক উন্নয়ন করছেন, তা যেন সকলের মাঝে ছড়িয়ে দিই।

সংবাদটি শেয়ার করুন :

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park