বিনোদন ডেস্ক : বিশ্ব জুড়ে আজ আলোচনার বিষয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রাজনীতিবিদ ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকদের পাশাপাশি মাল্টি ন্যাশনাল কোম্পানির মিটিং রুম এবং চায়ের দোকানেও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্প ও বাইডেন। এমন আলোচনা মুখর একটি বিষয়ে কিভাবে চুপ থাকবেন বিনোদন জগতের তারকারা! অবশেষে মার্কিন নির্বাচন নিয়ে মুখ খুলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
ইনস্টগ্রামে দেয়া এক পোস্টে #uselection ব্যবহার করে তিনি লেখেন, ‘২০২০ সাল নিয়ে অনিশ্চয়তা এখনো চলমান . . . পরিবারকে সঙ্গে নিয়ে মার্কিন নির্বাচন দেখছি লস অ্যাঞ্জেলস থেকে। এখনো অনেক ভোট গণনা বাকি। মনে হচ্ছে এই রাতটা অনেক দীর্ঘ হবে।
মার্কিন নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইলেক্টোরাল ভোটে অধিকাংশ সময় এগিয়ে ছিলেন বাইডেন। কিন্তু যে কোন সময় সেই পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত ফ্লোরিডা ও টেক্সাসের ফলাফল সম্পূর্ণ ট্রাম্পের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে যে কোন সময় বাইডেনকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য নির্বাচনের ফলাফল হাতে পাওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে ফল ভিন্ন হলে আদালতের দ্বারস্থ হবার ঘোষণাও দিয়েছেন তিনি। নির্বাচনের ফল আসার আগে হোয়াইট হাউজে ‘পার্টি করার’ ঘোষণা দিয়েও বিতর্কিত হয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।