২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যবহৃত ব্যাটের উল্লেখ আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০১১ সালেই ব্যাটটি নিলামে উঠেছিল। সেটি এক লক্ষ পাউন্ডে কিনেছিল ভারতেরই আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড নামে এক সংস্থা। ব্যাটটি রেকর্ড মূল্যে বিক্রি হওয়ার কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল। ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি স্মরণ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
আরো পড়ুন
গিনেস বুকের তথ্য অনুযায়ী, ‘মহেন্দ্র সিং ধোনির ব্যাটটিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ব্যাট। নিলামে যেটি ১ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) দিয়ে বিক্রি হয়েছিল। ব্যাটটি কিনেছিল আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটি লিমিটেড (ভারত)। ২০১১ সালের ১৮ জুলাই লন্ডনে ইস্ট মিটস ওয়েস্ট চ্যারিটি ডিনারে এই নিলাম সংগঠিত হয়েছিল। এই ব্য়াটটি বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত হয়েছিল, যেটি দিয়ে উইনিং শট মেরেছিলেন ধোনি।’