মোশাররফ হোসেন : বাংলাদেশের যোগাযোগে একের পর এক বিপ্লব হচ্ছে। আসন্ন নির্বাচনের আগে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশ তৈরি, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সুড়ঙ্গ পথ উদ্বোধন শেষে নদীর পূর্ব পাশে আনোয়ার কোরিয়ান ইপিজেড মাঠে জনসভায় বক্তৃতা করেন।
তবে এর আগে তিনি কর্ণফুলি নদীর পশ্চিম পাড়ে পতেংগার নেভাল একাডেমি এলাকায় সুড়ঙ্গের প্রবেশ মুখে নামফলক উন্মোচন করেন। আবার সুড়ংগ পথে ওপারে গিয়ে আনোয়ারা অংশের নামফলক উন্মোচন করেন। এখানে বাংলাদেশের মানুষের কল্যাণে মোনাজাত করেন তিনি।
তিন ধাপে নিরাপত্তার মধ্যে আনোয়ারার জনসভায় জনতার জাগরণ ঘটেছে বলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ পটিয়া, আনোয়ারা, বোয়ালখালি, বাঁশখালি সাতকানিয়া, চন্দনাইশ ,লোহাগাড়া সহ চট্টগ্রামের নেতৃবৃন্দ নলেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ, ভূমি মন্ত্রি সাইফুজজামান চৌধুরী, শিক্ষা উপ মনতিরি মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও হুইপ সামসুল হক চৌধুরী ঐতিহাসিক টানেল উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন।
চীনের সাংহাই নগরীর দুটি শহরের মত এই সুড়ংগ পথ চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামকে সংযুক্ত করেছে। যা কক্সবাজারের দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে দেবে। সংযুক্ত হবে এশিয়ান হাইওয়ে। এতে করে জেগে উঠবে দীর্ঘকাল অবহেলিত দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতি। গড়ে উঠবে অর্থনৈতিক অঞ্চল। কক্সবাজারের সংগে যুক্ত হয়ে মায়ানমার হয়ে চীনের ঘুনধুম পর্যন্ত সম্প্রসারিত হবে বাণিজ্য।
কখন শুরু, কি সুবিধা থাকছে
২০১৭সালের ১৪ অক্টোবর চীনের রাষ্ট্রপতি শি জিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টানেলটির ভিত্তি প্রস্তর করেছিলেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি শেখ হাসিনা সুড়ংগ পথ নির্মাণ কাজ সূচনা করেন।
কারিগরি দিক
৩.৮৩ কিলোমিটার অর্থাৎ ২.১৩ মাইল দীর্ঘ,১৫০ফুট গভীর,৩৫.৪ মিটার ব্যার্সাধ নিয়ে দুটি পথ তৈরি করেছে চায়না কমিউনিকেশন।
বাজেট
মোট ১০হাজার ৬৮৯ কোটি টাকা খরচ হয়েছে এই টানেল নির্মাণে। যার ৫হাজার ৯১৩কোটি টাকা দিয়েছে চীনের এক্সজিম ব্যাংক। ২০বছর মেয়াদে, ২% সুদে। বাকী টাকা বাংলাদেশের নিজস্ব।
যোগাযোগ মন্ত্রি ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের যোগাযোগে আরও একটি মাইল ফলক কাজ উদ্বোধন হলো শনিবার। কর্ণফুলি নদীর তলদেশে টানেল সংযুক্ত করবে চট্টগ্রামের দুই পাশের শহরসমুহকে।মানুষের জীবন যাপন বদলে যাবে।
বাংলাদেশের যোগাযোগে এখন বিপ্লব চলছে। পদ্মা সেতু বিশ্বজুড়ে তোলপাড় তুলেছে। কক্সবাজার রেল সূচনা ১২ নভেম্বর। তবে আজ ২ নভেম্বর হবে পরীক্ষামূলক যাত্রা। নভেম্বরেই ঢাকায় মেট্রো রেল চলবে আগারগাও থেকে মতিঝিল। সবই জনগণের জন্য।