অনলাইন ডেস্কঃ রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আরও দুই-তিন দিন এমন অবস্থা বিরাজ করতে পারে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নিম্নআয়ের মানুষ। শনিবার সূর্যের দেখা মিললেও ছিল কনকনে ঠাণ্ডা।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শনিবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও জানান, দেশে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এছাড়া শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।