রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া সাতজনের মধ্যে তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং বাকিদের একজনের বাড়ি রাজশাহী, একজনের নাটোর, একজনের নওঁগা ও একজনের পাবনায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে মোট ভর্তি ২৩২ করোনা রোগীর মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। তাদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, ও নওগাঁর একজন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।