পর্নো মামলা থেকে গত সোমবার জামিন পেয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। টানা দু’মাস পর স্বামীর জামিন পাওয়ার খবরে ইন্সটাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন শিল্পা।
সোমবার ৫০ হাজার টাকার বন্ডে পর্নো মামলায় অভিযুক্ত ব্যবসায়ী রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করে মুম্বাইয়ের আদালত ৷ এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ৷ তিনি একটি কোটেশন শেয়ার করেন আর সেখানেই লেখা ছিল, “রামধনুর অস্তিত্বই প্রমাণ করে যে, খারাপ ঝড়ের পর ভালো ঘটনাও ঘটে৷” শিল্পা শেঠির মতে, এমন ঘটনাই আবারো প্রমাণ করে ভয়ংকর ঝড়ের পর ভাল কিছুও ঘটে ৷
গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও ১১ জনকে৷ এর পর বারবার জামিনের আবেদন জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত। গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ পর্নো কনটেন্ট তৈরির ক্ষেত্রে তার সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলে দাবি করেন কুন্দ্রা ৷
এদিকে সরকার পক্ষের আইনজীবী রাজ কুন্দ্রার জামিনের তীব্র বিরোধিতা করেন। রাজ্ কুন্দ্রার জামিনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে মুম্বই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের দাবি, রাজ কুন্দ্রার কাছ থেকে একশোটিরও বেশি পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। আর তা প্রায় ৯ কোটি টাকার বিনিমিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিলো শিল্পা শেঠির স্বামীর।
সম্প্রতি গণেশ পুজোয় শিল্পাকে দেখা গিয়েছিল তার সন্তানদের সঙ্গে। শুধু তাই নয় জম্মু ও কাশ্মীরের কাটরাতে বৈষ্ণো দেবীর মন্দিরে পরিবারের কল্যানে পূজাও দিতে গিয়েছিলেন শিল্পা ৷ ঘোড়ায় চেপে তার মন্দিরে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷