রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এবং ২ জনের করোনার উপসর্গ ছিলো।
মঙ্গলবার (১ জুন) সকাল ৯টা থেকে বুধবার (২ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।