মোশাররফ হোসেন: রোজা শেষে বিশ্বজুড়ে ঈদ আনন্দ শুক্রবার শুরু। সৌদি আরবে চাঁদ দেখা গেছে বৃহস্পতিবার। নাসা আমেরিকার আকাশে চাঁদ অবলোকন করে একই সন্ধ্যায়। এ কারণে সৌদি সহ আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং যুক্তরাষ্ট্র, কানাডাতে ঈদ উল ফিতর শুক্রবার। এটা ঘোষণা করা হয়েছে।
টরেন্টোর ডেসটোনিযা পার্কসহ সব মসজিদে ঈদের নামাজের সূচি জানানো হয়েছে। বায়তুল আমান, মোকাররম, বায়তুল জাননাহ, মদিনা সহ সকাল ৮টা থেকে একঘন্টা পর পর ৪টি জামাত হবে।
ডেনটোনিযা পার্কের নামাজ সকাল ১০টায় হবে বলে জানা গেছে। এটা মাঠে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে।
অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ মোশাররফ হোসেন ও সাংবাদিকবৃন্দ সবাই কে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।