ব্রাজিল হোক কিংবা আর্জেন্টিনা, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের এ দু’দেশ নিয়ে মাতামাতি আছেই। দেশের পাশাপাশি ব্যক্তি বিশেষের ক্লাব পর্যায়ের খেলাও অনেকে নজরে রেখে থাকেন।
নজরে পড়ার এই বিষয়টা যেমন মেসি-নেইমারদের বেলায় সত্য, তেমনি সত্য তাদের সতীর্থদের বেলায়ও। এই যেমন বাংলাদেশি সমর্থকদের একটি ছবি পোস্ট করে মেসি সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ লিখলেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ’।
গত বছরটা দারুণ কেটেছে আর্জেন্টিনার। দুর্দান্ত বছর কাটিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজও। তিনি দেশটির গোলপোস্টের দায়িত্বে, দীর্ঘ দিন পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি ফিরিয়েছিলেন দুটি পেনাল্টি শট।
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়েও দারুণ সময় কাটছে তার। ২০২১-২২ মৌসুমে তিনি ক্লাবের হয়ে করেছেন ৫০টি সেভ। তাই আলাদাভাবে তিনি বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের নজরে পড়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিহাদ৬৮৩’ নামে একটি অ্যাকাউন্ট থেকে মার্টিনেজের একটি ছবি শেয়ার করেছিলেন। আর্জেন্টাইন গোলরক্ষকের নজরেও পড়েছে সেটি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে দিয়ে মেসি সতীর্থ লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ’।