আন্তর্জাতিক ডেস্ক : যে কোন সময় জয়ের ঘোষনা দিবেন বাইডেন।তার জয় অনেকটা নিশ্চিত বলা যায় ।বাবডেন পেনসিলভানিয়া ও জর্জিয়ায় রাজ্যের ভোটে এগিয়ে বাইডন এখনো তিনি ব্যবধান বাড়িয়ে চলেছেন । যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করতে পারেন বাইডেন। জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন বাইডেন। বলেন, ঝুলে থাকা সব রাজ্যেই এগিয়ে তার দল। কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাইডেন।
তবে টুইটবার্তায় ট্রাম্প সতর্ক করেছেন, এখনই জয় ঘোষণার সুযোগ নেই। আইনি লড়াই তো শুরু। দোদুল্যমান হিসেবে পরিচিত ঝুলে থাকা ৫ রাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪টিতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সবচেয়ে বেশি ২০ ইলেক্টোরাল ভোট রয়েছে পেনসিলভানিয়ায়। সেখানে ১৯ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। রাজ্যটিতে ভোট গণনা বাকি রয়েছে আড়াই লাখের মতো। এছাড়া রাজ্যটিতে দেরিতে পৌঁছানো মেইলিং ভোটগুলো সাময়িক ভাবে আলাদা রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এদিকে, ১৬ ইলেক্টোরাল ভোটের জর্জিয়াতে খুব বেশি ব্যবধান নেই দুই প্রার্থীর মাঝে। মাত্র ৪ হাজার ভোটে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী। এছাড়া অ্যারিজোনা ও নেভাদাতেও এগিয়ে বাইডেন। শুধু ১৫ ইলেক্টোরাল ভোট থাকা নর্থ ক্যারোলাইনা আর আলাস্কায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।