মোশাররফ হোসেন:করোনাকে জয় করে কানাডাজুড়ে সব স্কুল খুলেছে আজ। এমন দিনটির জন্য দীর্ঘ তিন বছর অপেক্ষা করতে হয়েছে তরুণ প্রজন্মকে। ঘর ছেড়ে বাইরে যাওয়ায় বিধি নিষেধ ছিল। ছিল টিকা ও মাস্ক পড়ার বিধান। হাত ধোয়া, ও সেনিটাইজ করা, চেয়ার, টেবিল পরিষ্কার, সমাবেশ সহ বহু রকম নিষেধাজ্ঞা ছিল।
এসব ধাপে ধাপে তুলে নিয়েছে কানাডা। তবে ট্রেন ও বাস, হাসপাতাল, অফিস, আদালতে মাস্ক পড়ার বিধান এখনও বহাল আছে। বদলে গেছে মানুষের জীবন চলাচল।
এসব ছাপিয়ে চলতি শরৎকাল জুড়ে কানাডার সকল শ্রেণীর মানুষের মধ্যে আনন্দ উৎসবে মেতে ওঠা ছিল উললেখখ করার মত বিষয়। ৫ সেপ্টেম্বর লেবার ডে ছুটি। আগের দুদিন ছিল শনিবার ও রোববার। টানা তিনদিন ছুটিতে বেড়াতে গিয়ে মুগ্ধ সকলে ফিরেছেন যার যার বাড়িতে। স্কুল, বিশ্ববিদ্যালয় শরৎৎকালীন ক্লাস শুরু আজ।
তরুণ প্রজন্মের কোলাহলে ট্রেন, বাস, নিজ নিজ স্কুল ও বিশ্ববিদ্যালয় এলাকা আনন্দ কাটছে। পড়া খেলা ও আনন্দ আকাশে বাতাসে। এ যেন নতুন জীবনের যাত্রা। শুভ হোক মানুষের জীবন। জীবনের জয়গান গাইতে হবে। এগিয়ে যেতে হবে অনেক দূরে।
অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ নতুন জীবনের জয়গানকে সাগত জানাচ্ছে ।