বছর ঘুরে এলো ঈদুল ফিতর। করোনাকালীন এ লকডাউনের সময় অনেকেই যখন আপন নীড়ে ফিরেছে, তখন ঈদের দিনেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনাল্যাবে কর্মরত একদল স্বেচ্ছাসেবী।
সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ সম্মুখসারির যোদ্ধারা। আজ শুক্রবার (১৪ মে) ঈদের দিন ‘ঈদ মোবারক’ লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে এ শুভেচ্ছা জানান তারা।
করোনা ল্যাবে কাজ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ও টিম লিডার অধ্যাপক ড. শামসুল হক প্রধান, সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক, সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জিএম নুরুন্নবী আযাদ জুয়েল, পিএইচডি গবেষক মো. নাজমুল হাসান। এছাড়াও রয়েছেন, জিইবি বিভাগের শিক্ষার্থী ফাহমিদ হোসাইন রায়হান, মোহসীন ব্যাপারী, মোশাররফ হোসেন, রাকিব ওয়াজেদ নয়ন, রাহাতুল ইসলাম রাহি, সালমান আহমেদ, তাহসিন খান, অভিষেক সরকার, মশিউর রহমান, শিপন খান, আব্দুল কাদের রাহাত, নাবিল দেবনাথ জয়, মাহমুদুল হাসান নাঈম।
এ বিষয়ে টিম লিডার অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, দেশ ও জনগণের সামষ্টিক প্রয়োজনে সেবা করতে পারাটা আনন্দের। এ মূহুর্তে ল্যাবে কাজ করাটা সেবা হিসেবে ধরে নিয়েছে সবাই। বিশেষ করে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন জরুরি প্রয়োজনে অনেক বেশি ভূমিকা রাখে। সেক্ষেত্রে, নানা সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও শাবির জিইবি বিভাগ যেটুকু কাজ করার সুযোগ পেয়েছে, তা অনেক বেশি আনন্দের। আগামীতেও এ ধরণের কাজ করার ইচ্ছা রয়েছে।
শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস বলেন, জাতির এ গুরুত্বপূর্ণ এ সময়ে ল্যাবে কর্মরতরা যে অবদান রাখছেন, সেটা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি থাকবে, সংকটকালীন এ মুহূর্তে সম্মুখসারির যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পাশে থাকার জন্য।
গত বছরের ২০ মে থেকে কাজ শুরু হওয়া এ ল্যাবে এখন পর্যন্ত ৫৮ হাজার ২৫৪জনের করোনা পরীক্ষা করা হয়েছে।