করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইনের পাশাপাশি জনসমাগত নিরুৎসাহিত করা হয়েছে। এজন্য স্কুল-কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
পর্যটন কেন্দ্র গুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসাবাড়িতে থেকে কাজ করতে বলেছে। সতর্কতার অংশ হিসেবে সরকারের তরফে জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে।
এসবের মধ্যে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ভক্ত-আশেকানদের জমায়েত অব্যাহত রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ মাজার জিয়ারতে আসেন। সরজমিনে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল মাজারে গিয়েও শত শত মানুষকে সমবেত হতে দেখা গেছে। শাহজালাল (রহ.) এর দোয়া নিতে এসেছেন বলে তারা জানিয়েছেন।
হযরত শাহজালাল (রহ.) এর মাজারের একজন খাদেম বলেন, ভক্ত-আশেকানরা বাবার টানে এসেছেন। তাদের তো বের করে দেওয়া যায় না। তারা মানত করেছেন; তা পূরণ করতে এসেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, যেকোনো ধরনের জমায়েত করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।