নিজস্ব প্রতিবেদক: সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। তোমরা হলে তার সৈনিক। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। শুধু শিক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশের মজবুত অর্থনীতির ভিত্তি গড়তে পারবো। তাই এ সময়টা হলো গুরুত্বপূর্ণ সময়। রোববার সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের সময় ও শিক্ষার গুরুত্ব বোঝাতে তিনি আরও বলেন, আমি ৪ বছর কারাগারে ছিলাম। তাই আমাকে কারাগার থেকে পরীক্ষা দিতে হয়েছে। তোমরা স্বাধীন তাই দেশকে এগিয়ে নিতে তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। এ স্বাধীনতা কাজে লাগাতে হবে।
এছাড়া তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে বন্ধুর মতো। বাবা মা’র পরে শিক্ষকদের স্থান। তাই শিক্ষকদের সম্পর্ক অর্থের না হয়ে হতে হবে আত্মার ও সম্মানের। সে লক্ষ্যে আপনাদের কাজ করে যেতে হবে। তাহলে এগিয়ে যাবে দেশ, গড়ে উঠবে সুন্দর ও স্মার্ট বাংলাদেশ।
পরবর্তীতে সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ রানার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য (অভিভাবক প্রতিনিধি) আবু বক্কর চৌধুরী, বাংলা ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম মানিক ও মো. মাহবুবুল আলম। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত করেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. আলী আকবর।