ইসলামিক ডেস্কঃ হাড় কাঁপানো শীতের কবল থেকে শীতার্তদের রক্ষা করা এবং সামর্থ্যরে ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এটি অন্যতম একটি ইবাদতও।
পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তাদের (ধনীদের) সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে’ (সূরা জারিয়াত : ১৯)।
প্রিয়নবী (সা.) এরশাদ করেন, ‘যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন; খাদ্য দান করলে, তাকে জান্নাতের ফল খাওয়াবেন; পানি পান করালে, জান্নাতের শরবত পান করাবেন’ (আবু দাউদ : ১৭৫২)।
রাসূল (সা.) বলেছেন, ‘বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করে থাকেন’ (মুসলিম : ২১৪৮)।
রাসূল (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে, আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন’ (মুসলিম : ২৪১৯)।
গরিব, অসহায় ও দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া ধর্মীয় ও মানবিক দায়িত্ব।