দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে অন্যতম ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘বিশ্বরঙ’। এই ২৫ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে।
যারা নিজস্ব প্রতিভায় আজ প্রতিষ্ঠিত, সমাদৃত দেশের মিডিয়া অঙ্গনে।
সেই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২০’। দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের যেকোনো নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, ‘এই অনলাইন রিয়েলিটি শোতে বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বরা। যারা আগ্রহী দেরি না করে আজই পাঠিয়ে দিন শারদ সাজে আপনার ছবি ও ভিডিও। হয়ে যান বিশ্বরঙের দিদি।’
বায়োডাটাসহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠাতে হবে bishworangdidievent@gmail.com এই ঠিকানায়। রেজিস্ট্রেশন করতে কোনো ফি দিতে হবে না। শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২০।