শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গত ৪ দশক ধরে বঙ্গবন্ধুকন্যার হাতে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রয়েছে। তাই দেশকে আরো বহু দূর এগিয়ে নিয়ে যেতে হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক আওয়ামী লীগের অন্য কোনো বিকল্প নেই।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত মুজিব দর্শনে উন্নত বাংলাদেশের ভাবনা শীর্ষক এক আলোচনা সভাপতি প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, তথাকথিত বহুদলীয় গণতন্ত্রেরে প্রবক্তা সেই জিয়াউর রহমান যাদের নিয়ে দল গড়ে ছিলেন। তারা সবাই ছিল বিতর্কিত। তারা দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করে ক্ষমতায় আকড়ে থাকার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে তাই বঙ্গবন্ধুর জীবন এবং আদর্শ ছড়িয়ে দিতে হবে। এই জন্য পাঠ্যপুস্তকে তা তুলে ধরার উদ্যোগের কথা জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতার। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চনালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাহিদুল ইসলাম রোমান, অধ্যক্ষ জালাল চৌধুরী, অধ্যক্ষ রতন কুমার মজুমদার, অধ্যক্ষ মোশারেফ হোসেন মিরন, ছড়্কাার ও প্রাবন্ধিক ডা. পিযূষ কান্তি বড়ুয়া, সাংবাদিক আহসানউল্লাহ, শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।