মোশাররফ হোসেন: বাংলাদেশসহ বিশ্বজুড়ে জাতীয় শোকদিবস পালন করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, নিউজার্সিসহ বিভিন্ন রাজ্যে শোকদিবসের কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ও বাংলাদেশ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন দিনভর ১৯৭৫ সালের ১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা, শোকদিবসের শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী, প্রামাণ্য চিত্র সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
একই ভাবে কানাডার অটোয়ায় বাংলাদেশ দূতাবাস, টরেন্টোর বআংলাদেশ কনসুলেট, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ শোকদিবসের আলোচনা, প্রতিবাদী শোভাযাত্রা, ডেনটোনিয়া পার্কের শহীদ মিনারে শপথ গ্রহন অনুষ্ঠান পালন করে।
কানাডা থেকে বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীকে বহিষ্কার করে বাংলাদেশে প্রেরণ, পোস্টার, জাতীয় পতাকাসহ সম্মিলিত শোভাযাত্রা বুধবার বিকেল ৭টায় টরেন্টোর ডেনফোর্থ এভিনিউ প্রদক্ষিণ করে ডেনটোনিয়া পার্কের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এটা উপেক্ষা করে শোভাযাত্রা নেতৃত্ব দেন আওয়ামীলীগের মোরশেদ আহমেদ মোকতার,জামালউদ্দিন মনু, অন্টারিও আওয়ামীলীগের মাসুদ আলী লিটন, মুশফিকুর রহমান , বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ডঃ হুমায়ুন কবির, শেখ জসিম উদ্দিন, মুশফিক রহমান আকন্দ, বঙ্গবন্ধু পরিষদের আমিন মিয়া, মহিলা আওয়ামী লীগের হাসিনা আকতার জানু, ছাত্রলীগের ওবায়দুর রহমান প্রমুখ ।