রাজধানীর শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আই পি এল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়ারীকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল।
গ্রেফতারকৃত হলেন; মো. বাচ্চু মিয়া (৪৩), হুমায়ুন কবির (৩৭), মো. ইমাম হোসেন (২১), ছানু পরামানিক (৩৫), মো. স্বপন বেপারী (২১), মো. দুলাল হোসেন বেপারী (৩৮), মো. সুজন (৩০), মুরাদ বেপারী (৩৫), সাইদুল ইসলাম (৩৯), মো. হৃদয় (১৮), মো. মুন্না (১৮) এবং সাইদুল (২১)।
এ সময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট কন্ট্রোল, ০৮ টি মোবাইল ফোন ও নগদ-৬,৭৩০/- (ছয় হাজার সাতশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।