ভারতের কাছ থেকে যাত্রীবাহী রেলের দশটি অত্যাধুনিক কোচ গ্রহণ করেছে শ্রীলঙ্কা। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক সার্ভিসের (আরআইটিইএস) মাধ্যমে শ্রীলঙ্কান রেলওয়েতে ১৬০টি কোচ সরবরাহের অংশ হিসেবে প্রথম ধাপে এগুলো কলম্বোতে পৌঁছেছে।
বুধবার (১১ মার্চ) এক টুইট বার্তায় কলম্বোয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, কলম্বো বন্দরে ১০টি অত্যাধুনিক রেল কোচের আগমণের মধ্য দিয়ে পরিবহন খাতে ভারত-শ্রীলঙ্কা সহযোগিতা আরো প্রসারিত হলো।
আরআইটিইএসের মাধ্যমে শ্রীলঙ্কান রেলওয়েতে রেল কোচগুলোর সরবরাহ করার ক্ষেত্রে ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটের দ্বারা অর্থায়ন করা হচ্ছে বলেও টুইটে জানানো হয়েছে।
সম্প্রতি কলম্বোয় ইস্ট কন্টেইনার টার্মিনাল উন্নয়নে একতরফাভাবে ভারত ও জাপানের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। এর পরই পশ্চিম কন্টেইনার টার্মিনাল (ডব্লিউসিটি) উন্নয়নের অনুমোদন দেয় শ্রীলঙ্কা।
এর আগে ২০১৯ সালে ‘অর্থনৈতিক প্রকল্পে সহযোগিতা’ নামক একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করে ভারত ও শ্রীলঙ্কা। কন্টেইনার টার্মিনালটির উন্নয়ন ও পরিচালনা এমওউইর অন্যতম প্রকল্প এবং একটি যৌথ উদ্যোগ।